নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিদেবক::
হবিগঞ্জে নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
শনিবার দুপুরে শহরের চৌমোহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শমসেরনগর রোড ঘুরে চৌমোহনা হয়ে সিকান্দর আলী রোডের সম্মুখে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া প্রমুখ।