বিজয় দিবস উপলক্ষে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২১, ৬:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলায় কর্মরত, বসবাসরত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের শনিবার (১৮ ডিসেম্বর)সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ মৌলভীবাজার।
সংবর্ধনা উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহীদুল হক মুন্সী ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
সভায় মহান মু্ক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীরত্ব তুলে ধরে পুলিশ সুপার বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ রচনা করেছিল পুলিশ বাহিনী। আজ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আপনাদের সম্মান জানাতে পেরে গর্ব অনুভব করছি।
অনুষ্ঠান শেষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।