বিজয়ের পঞ্চাশ বছর উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা সদরের স্মৃতিসৌধে, বঙ্গবন্ধু ম্যুরালে এবং স্থানীয় বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরপর তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী দলসমূহের সালাম গ্রহণ করেন। পরবর্তীতে শিশু-কিশোরদের মনোরম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও এ আয়োজনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়৷ এছাড়া, এ আয়োজনের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন মৌলভীবাজার আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।