দশদিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ও বইমেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মহান বিজয়ের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা আয়োজিত মেয়র চত্বর প্রাঙ্গনে বসেছে বই মেলা।
শনিবার (১১ ডিসেম্বর) বিকালে দশদিনব্যাপী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ও বইমেলা এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন আহমাদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ প্রমুখ। মেলাটির সার্বিক সহযোগীতায় আছে বইয়ের কোরাস।