সিরাজাম মুনিরা জামে মসজিদ বার্মিংহামের ইমাম ক্বারি আহমদ আলীকে সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০২১, ১১:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বার্মিংহামস্থ সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের ইমাম ক্বারি আহমদ আলীর মৌলভীবাজার শুভাগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) মৌলভীবাজারের লতিফিয়া হেফজুল কোরআন মাদ্রাসায় বার্মিংহামস্থ সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের ইমাম ক্বারি আহমদ আলী সংবর্ধনা প্রদান করা হয়।
ডাক্তার কুতুবউদ্দিন এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন হাফিজ আব্দুর রহিম, হাফিজ জুবায়েল আহমদ এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ।
ক্বারি আহমদ আলী বলেন, সিরাজাম মুনিরা জামে মসজিদ বার্মিংহামের মাধ্যমে আল্লাহ ও তার রাসূল (সা:) এর আদর্শ বাস্তবায়নের কাজ সারা পৃথিবীব্যাপী চলতেছে। আল্লাহ সোবাহানাহা তায়াল্লার অসংখ্য শুকরিয়া যে, আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এখনও দ্বীনের কাজ করার তাওফীক দান করেছেন। আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়নের তাওফীক যেন আল্লাহ দান করেন।
তিনি আরো বলেন, আল কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তায়াল্লাহ নিয়েছেন। আজকে কোরআন পিপাসু ছাত্ররা যেভাবে কোরআন শরীফ মুখস্ত করছে, সেটা দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই বাচ্চারা যেন আল্লাহ ও রাসূলের আদর্শের জীবন গঠন করে আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েম করতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে শান্তিতে রাখেন। বিশ্ব মুসলিম উম্মাহকে যেন সাহায্য করেন।
এরআগে তিনি বাংলাদেশ সফরের অংশ হিসেবে ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী সৈয়দ শাহ মোস্তফা (র.) এর মাজার জিয়ারাত এবং মরহুম আলহাজ্ব ডা. কুতুবউদ্দিনের কবর জিয়ারত করেন।