সিলেটের কৃতি সন্তান সিএম তোফায়েল সামি ইন্তেকাল করেছেন
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সিএম তোফায়েল সামি ইন্তেকাল করেছেন। সোমবার (৬ ডিসেম্বর) বেলা দুইটার দিকে রাজধানী ঢাকার স্পেলাজাইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিএম তোফায়েল সামি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মরদেহ এখন ধানমন্ডির বাসভবনে রাখা হয়েছে। নামাজে জানাযার সময় পরে জানানো হবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সিএম তোফায়েল সামি-এর পারিবারিক ঘনিষ্ঠজন লেখক খায়রুন নাহার চৌধুরী লাভলি জানান, তিনি আজ সোমবার সকালে রাজধানীতে একটি সেমিনারে যোগ দেন। সেখানে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থতাবোধ করেন। সেমিনারে শারীরিক অবস্থার অবনতি হলে স্পেলাজাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
সিএম তোফায়েল সামি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। পূর্বপূরুষরা ছিলেন জমিদার। সাবেক এই বিশিষ্ট ব্যাংকার কয়েক দশক থেকে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। অবসর জীবনে লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর ভাই সিএম শফি সামি ছিলেন সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।