মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২১, ৭:৫১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, কারাবন্দী আলেম উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তি কামনায় মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বাদ আছর জেলা মজলিস মিলনায়তনে শাখা সভাপতি মাওঃ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান কামালীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা সভাপতি মাও মুফতী হাবিবুর রহমান কাসেমী, জেলা সহ সভাপতি মাওঃ ইমদাদুর রহমান শায়খে ভাদগাঁও, জেলা সহ সভাপতি মুফতী মাও হাবিবুর রহমান শামীম রাজনগরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, বায়তুলমাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, সদর থানা সভাপতি মাওঃ ফয়জুর রহমান, সদর থানা সমাজকল্যাণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান, শহর শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক হুসাই আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওঃ আল আমীন আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন শহর শাখার সভাপতি মাও ফারুক আহমদ।