শ্রীমঙ্গলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২১, ৭:৫৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের নিয়মিত প্রচার কার্যক্রমে আওতায় সমাজের তৃনমুল পর্যায়ে নারী সমাজের জীবন মান উন্নয়নে লক্ষ্যে মহিলা সমাবেশ হয়েছে।
গতকাল (১৮ নভেম্বর) দুপরে বৃহস্পতিবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্টিত হয়। জেলা অফিসের সহকারি পরিচালক মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী ধর, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী, বিদ্যালয পরিচালনা কমিটির সভাপতি আছাদুজ্ঝামান, এস,এ হামিদ, নজরুল ইসলাম মুহিব প্রমুখ। সমাবেশে তিন শতাধিক মহিলা অংশ গ্রহন করেন।