আন্তর্জাতিক শানে মোস্তফা (সা:) সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে ‘জালালী কাফেলা-৩৬০’ এর মাসব্যাপী কর্মসূচী শেষে আন্তর্জাতিক শানে মোস্তফা (সা:) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা পেশ করেন দেশ ও বিদেশের বরেণ্য উলামায়ে কিরামরা।
মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি হাফিজ মাওলানা আলাউর রহমান টিপুর সভাপতিত্বে সম্মেলনে আলোচনা রাখেন আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী, ঘানা থেকে শায়েখ আহমদ তিজানী বিন ওমর, হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী। এছাড়াও আরো উলামায়ে কিরাম বক্তব্য রাখেন।
সম্মেলনে আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, নামাজী রোজাদার ও যাকাত প্রদানকারীদের মধ্যে থেকেও অনেকে জাহান্নামে যাবেন। অতএব পথভ্রষ্ট হওয়া থেকে বিরত থাকতে হবে। নতুন কিছু শুনলে বা নতুন কিছু আসলে, এখন অহরহ আসছে। যদি কোন কিছু আসে তবে যিনি জানেন তাদের জিজ্ঞেস করা মুমিনের উচিত। চতুর্দিকে ফিতনা ছড়িয়ে যাচ্ছে। ভালভাবে জেনে বুঝে আমল করতে হবে। নিজে করলে শুধু হবে না। যেভাবে নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, সে ভাবে সালামের প্রচলনের জন্যও বলা হয়েছে। আমরা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। তাই আমাদের দায়িত্ব বেশি।
ঘানা থেকে আগত শায়েখ আহমদ তিজানী বিন ওমর বলেন, আমাদের মধ্যে কিছু আলেম ও শায়েখ আছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা সেই পরিচয় দেয়। কিন্তু তারা বলে মিলাদুন্নবী বিদআত। আমি আজ এখানে এসেছি তাদের জবাব দেয়ার জন্য। যে বলবে মিলাদুন্নবী নেই, সে আল্লাহর সাথে বিয়াদবী করবে। তারা প্রশ্ন তুলে যে, আপনারা মিলাদুন্নবী করছেন সেটা কি রাসূল (সা:) ও সাহাবীরা করেছেন। যারা মিলাদুন্নবীকে বিদআত বলে তাদের মাথায় সমস্যা আছে। মিলাদুন্নবী আমাদের সবসময় সব অবস্থায় পালন করতে হবে।
হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু জানান, এই সম্মেলনকে কেন্দ্র করে ৮৮ বার কোরআন খতম, ৮১,৮১,৩০০ বার দুরুদ পাঠ, দালাতুন খয়রায খতম ২২ বার, হিজবুল বাহার ৬০৬ বার, দুরুদে নাজিয়া ২ খতম, খতমে খাজেগান ১০ খতম, খতমে ইউনুস ৬ বার, সূরা ইখলাস ১৬ হাজার বার, ফাতেহা ৬ হাজার বার, ইয়াসিন ২১০৩ বার ও খতমে শিফা ও বুখারী শরীফ খতম করা হয়েছে। আল্লাহ তাআলা যেন এসব কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওজা মোবারক পর্যন্ত পৌঁছে দিন।
শাহজালাল (রা:) ওয়েলফেয়ার ট্রাস্ট সূত্রে জানা যায়, অসহায় মানুষের সেবার জন্য এই ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে তারা যে সকল কর্মসূচি বাস্তবায়ন করছেন সেগুলো হলো- অন্ধ ও বিধবা ভাতা, বিবাহ সহযোগিতা, গৃহনির্মাণ, টিউবওয়েল স্থাপন, ত্রাণ বিতরণ, রক্তদান, শিক্ষা বৃত্তি, ইফতার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, কুরবানীর গোশত অসহায়দের বিতরণ, ঈদে মিলাদুন্নবী উদযাপন, সুন্নতে খতনা পালনসহ বিভিন্ন দিবস পালন ও ঈসালে সওয়াব মাহফিল উদযাপন।