আল ইসলাহ মহাসচিবের রোগমুক্তি কামনায় সিলেট লেখক ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৪:৩৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাসচিব, বাংলাদেশ জমিয়তুল মোদাররিসিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কামাল বাজার ফাজিল মাদরাসার প্রিন্সিপাল (অব:) মাওলানা মুফতি এ কে এম মনোওর আলীর রোগমুক্তি কামনায় সিলেট লেখক ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে সোমাবর মহাসচিবের বড় খুরমাস্থ নিজ বাসভবনে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন কুরুয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আখতার আলী, বিশ্বনাথ কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুক আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজম আলী, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, মাসিক অভিযাত্রিক সম্পাদক মাওলানা কবি রফিকুল ইসলাম মুবিন, বিশ্বনাথ আলিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাই, মোঃ হারুন অর রশীদ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলা দক্ষিণ শাখা সভাপতি হোসাইন আহমদ রাজন, সাধারন সম্পাদক আশিবা সাঈদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সহ সাধারন সম্পাদক নূরুল ইসলাম মুবীন প্রমূখ।
উল্লেখ্য মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী ঢাকার একটি হাসপাতালে বাইপাস সার্জারি শেষে সম্প্রতি সিলেট এসেছেন এবং নিজ বাসভবনে ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছেন। তিনি দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরতো শুভাকাঙ্খীদের নিকট দোয়া চেয়েছেন।