খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৬:১০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বাদ জোহর মৌলভীবাজার শহরের টাউন দেওয়ানী জামে মসজিদে দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, মো. হেলু মিয়া, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়ছল আহমদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমান, মতিন বকস, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সেলুন, প্রচার সম্পাদক মো ইদ্রিছ আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শিপন আহমদ, সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সুমন আহমদ প্রমুখ। এতে বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।