প্রতারনার ও জাল জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্ৰেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২১, ৭:৫৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বিভিন্ন প্রতারনার ও জাল জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের নেতা মোহাম্মদ আলী শাহানকে গ্ৰেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৩ নভেম্বর) রাতে মৌলভীবাজার কলেজ রোডের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। এতথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান।
তিনি জানান, অদ্য মৌলভীবাজার কলেজ রোডের সামনে থেকে সদর থানার (মামলা নং- ০৩, তাং-৮/৯/২১ ধারা- ৪৬৮/৪৭১/৪২০/১৯৭/৩৪) সংক্রান্ত এজারনামীয় ৭নং আসামি কমলগঞ্জের শ্রীনাথপুর গ্ৰামের মৃত মোঃ জাকির হোসেনের ছেলে মোহাম্মদ আলী শাহান (৩২) কে প্রতারনার ও জাল জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন সিনিয়র অফিসারদের নামের সীল সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, সেসহ এজাহারনামীয় অপরাপর আসামীগন বিভিন্ন অফিসের কর্মকর্তার সীল ও সাক্ষর জাল জালিয়াতি করিয়া বিআরটিএ অফিস হইতে লাইসেন্স করিয়া আসিতেছিল।
জানা যায়, মোহাম্মদ আলী শাহান মৌলভীবাজার জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে এই পরিচয় ব্যবহার করে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।