আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২১, ৪:৫৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর শনিবার সকাল ৯টায় মৌলভীবাজার ইনডোর জেলা স্টেডিয়ামে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশ মৌলভীবাজারের সহায়তায় আটটি দল নিয়ে শুরু হলো আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক বালিকা) অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা ২০২১।
পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এর প্রসারে বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময় উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক নানা প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক বালিকা) অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতার আয়োজন নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায় তার স্বাগত বক্তব্যে বলেন, ‘প্রতিযোগিতায় মোট আটটি দল এ ও বি গ্রুপে অংশগ্রহণ করেছে। আজ উদ্বোধনী দিনে মৌলভীবাজার সদর কাবাডি দল (বালক) ও মৌলভীবাজার পৌরসভা কাবাডি দল (বালক)পরস্পরের মুখোমুখি হবে। তিনি জেলার ক্রীড়ামোদী মানুষদের উক্ত কাবাডি প্রতিযোগিতা উপভোগের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আমন্ত্রণ জানান।