মৌলভীবাজারে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০২১, ৫:১৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতি, চলমান ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা এবং মেয়াদ উর্ত্তীণ বিভিন্ন ইউনিটের সম্মেলনের প্রস্ততি নিয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে মৌলভীবাজার পৌরসভা হল রুমে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় এ বর্ধিত সভা হয়। এতে জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টা বার্ষিকী পালনে প্রস্ততি এবং সংগঠনের সকল ইউনিটের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন মতামত দেন বক্তারা। এছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যপারে সতর্ক ও সজাগ থাকার আহবান জানানো হয়।
সভায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য স্ব স্ব ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে। এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনের পর শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ, কমলগঞ্জ উপজেলা যুবলীগ, মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগ, মৌলভীবাজার সদর পৌর যুবলীগ ইউনিটের সম্মেলল করার প্রস্ততি গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও জেলার কয়েকটি ইউনিয়নে সম্মেলন করার তাগিদ দেয় হয়। বর্ধিত সভার সিদ্ধান্তগুলো নিশ্চিত করেছেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ।