শ্রীমঙ্গল ও কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী মোতালেব নামের এক লোককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গত ১ অক্টোবর দুপুর ২.১৫ ঘটিকার সময় নজরুল (১৫) নামের এক কিশোর ভিকটিমের বাড়ী সংলগ্ন জংগলের ভিতরে পাতার বস্তুা তুলে দেয়ার জন্য ডেকে নিয়ে যায়। জংগলের ভিতরে একটি পরিত্যাক্ত বাড়ীতে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সোহাগ (১৯), রাকিব(১৯), সাকিব (১৪), মোতালিব(৩০), নজরুল(১৫) সহ ভিকটিমকে প্রাণে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমের বোন তাকে খুঁজতে আসলে ধর্ষকরা সবাই পালিয়ে যায়।
পরে ভিকটিমকে উদ্বার করে ভিকটিমের মা এক সাংবাদিকের সহায়তায় সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে ভিকটিম মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার প্রধান আসামী গ্রেফতার
মৌলভীবাজারের কুলাউড়ায় তৃতীয় শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুকবকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম আব্দুল ওয়াহিদ (১৯)। অভিযুক্ত ওয়াহিদ কুলাউড়া থানার ভাটারা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে অনেক ধরে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ঘটনার দিন ৩০ অক্টোবর সকাল ৯ টার দিকে ভিকটিম পাশের বাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত আব্দুল ওয়াহিদ জোর পূর্বক তাকে ধরে জঙ্গলের ভিতর নিয়ে যায় এবং তার জামাকাপড় খুলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের আর্তচিৎকার শুনে লোকজন চলে আসলে অভিযুক্ত আব্দুল ওয়াহিদ দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে জানান অভিযোগ পাওয়ার সাথে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্দুল ওয়াহিদকে গ্রফতার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভুষন রায় বলেন মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।