শ্রীমঙ্গলে বিরল প্রজাতির কালো বক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০২১, ৬:০৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি কালোবক উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এ জাতীয় কালো রঙের বক, আগে সচরাচর দেখা গেলেও এখন আর সচরাচর চোঁখে পড়েনা। এ পাখিটির বাংলা নাম কালিবক, ইংরেজি নাম, ব্লাক বিটার্ন, এরা কালো বগলা নামেও পরিচিত।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার সকাল ১১টার দিকে খবর পেয়ে শ্রীমঙ্গল হাইল হাওর থেকে এই বকটি উদ্ধার করেন। তিনি জানান, মাছ ধরার বড়শিতে ধরা পড়ে কালো রঙের বকটি । কালো রঙ্গের অপরিচিত বক পাখি দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন স্থানীয় এক মাছ শিকারী। বকটি উদ্ধারের পর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বিকেলে বনবিভাগের সাথে আলোচনা করে পাখি অভয় আশ্রম বাইক্কা বিলে অবমুক্ত করা হবে।