বড়লেখায় তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৩ অক্টোবর) মৌলভীবাজার বড়লেখা উপজেলার দক্ষিণবাজার, সত্তার ম্যানশন, দেওয়ানশাহ মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, উক্ত তদারকি অভিযানে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ পাওয়া যাওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ এনার্জি ড্রিংক রেড বুল বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারে অবস্থিত হলি লাইফ স্পেশালাইজ হসপিটালকে ১০ হাজার টাকা, সত্তার ম্যানশনে অবস্থিত রসমেলা ফুড প্রোডাক্টকে ৩ হাজার টাকা, দেওয়ানশাহ মার্কেটে অবস্থিত স্বাদ এন্ড কোংকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
তিনি জানান, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। মাছ মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য সঠিক ওজনে এবং ন্যায্য দামে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নিদের্শনা দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।