মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২১, ১১:১৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে র্যালী ও সচেতনতামূলক পথসভা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো এই শ্লোগান নিয়ে শুক্রবার (২২ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে র্যালী বের করে জেলা পুলিশ। এতে জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশ গ্রহন করেন।
পরে শহরের চৌমোহনা এলাকায় জনসচেতনতামূলক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।
এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, সবাই চায় নিরাপদ সড়ক কিন্তু এই সড়ক গুলোতে অকালে তাজা প্রাণ ঝরে পড়ছে। সড়কে বিভিন্ন অব্যবস্থাপনা, সমস্বয়হীনতা ও দায়িত্বশীল জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন না করায় দূর্ঘটনা বাড়ছে। সড়কে গবাদিপশুর অবাদ বিচরণ, প্রয়োজনীয় ফুটপাতের অভাব, সড়কের তুলনায় যানবাহন বেশী, অদক্ষ ও অল্প বয়সী চালক ও পরিবহন-শ্রমিক, মেয়াদ উর্ত্তীণ ও কাজগবিহীন যানবাহান চলাচল, আইন না মানার প্রবনতা, মামলা মাঝ পথে ঝুলে যাওয়াসহ ছোট ছোট এসব সমস্যাগুলো সমাধান করতে হবে। সেই সাথে পথচারী ও যাত্রীদের আরো সচেতন হতে হবে, সড়ক পরিবহন আইন মেনে চলতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। সেই সাথে সড়ক পরিবহন আইন অনুয়ায়ী সড়কে জেবরা ক্রসিং,ফুটপাত, ডিভাইডার, ট্রাফিক ব্যবস্থাপনা উপযোগী সড়ক নির্মান করা প্রয়োজন। আর দূর্ঘটনা হলে অনেক ক্ষতিগ্রস্থরা মামলা করতে চায় না। দূর্ঘনায় জড়িতদের শান্তির আওতায় আনতে ক্ষতিগ্রহস্থদের সহযোগীতা প্রয়োজন হয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থদের এগিয়ে আসতে হবে। নিরাপদ সড়কের জন্য সওজ, এলজিইডি, জেলা পরিষদ, পৌরসভাসহ সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, মালিক-শ্রমিকসহ সকলের দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে। সড়ক নির্মানের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। সকল নাগরিককে সড়ক পরিবহন আইন মেনে চলার আহবান জানান তিনি।
এদিকে দিবসটি পালন উপলক্ষে গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি এই শ্লোগান নিয়ে জেলা প্রশাসন ও মৌলভীবাজার বিআরটিএ এর আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সহকারী পরিচালক মো. ডালিম উদ্দিন। এতে অংশ গ্রহন করেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,পরিবহন মালিক-শ্রমিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।