পুলিশের সাথে দস্তাদস্তি করে পালিয়ে গেলেন যুবলীগ নেতা
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২১, ১১:৫৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের রাজনগরের ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সিজু মিয়া পুলিশের সাথে দস্তাদস্তি করে পালিয়ে যাওয়ার গুঞ্জণ উঠেছে। তবে পুলিশ বলছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যুবলীগ নেতা সিজু মিয়াকে গ্রেফতার করতে গেলে সে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মসুদ রাজার বাড়ি থেকে যুবলীগ নেতা সিজুকে আটক করতে অভিযান চালায় রাজনগর থানা পুলিশ। এ সময় যুবলীগ নেতা সিজু’কে আটকের খবর পেয়ে তার নেতাকর্মীরা এগিয়ে এলে পুলিশের সাথে দস্তাদস্তি শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে সিজুকে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, পুলিশ রাজনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সিজু মিয়া’কে গ্রেফতার করলে তার নেতাকর্মীরা এসে তাকে ছুটিয়ে নিয়ে যায়। এ সময় তার হাতে হাতকড়া লাগানো ছিল। পরে পুলিশ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে রাত ৩টার দিকে হাতকড়া উদ্ধার করে।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া বলেন, খবর পেয়ে মসুদ রাজার বাড়িতে গিয়ে দেখি আসামী পালিয়ে গেছে এবং পুলিশ বাড়িতে ঢোকায় মহিলারা হাল্লা চিৎকার করছে।
এবিষয়ে জানতে রাজনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সিজু মিয়া’র ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমার থানার সব হাতকড়া-ই ঠিক আছে। পুলিশ যুবলীগ নেতা সিজু মিয়াকে গ্রেফতার করতে গেলে সে পালিয়ে যায়। তবে এখানে দস্তাদস্তির ঘটনা ঘটেনি।
এবিষয়ে জানতে রাজনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সিজু মিয়া’র ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমার থানার সব হাতকড়া-ই ঠিক আছে। পুলিশ যুবলীগ নেতা সিজু মিয়াকে গ্রেফতার করতে গেলে সে পালিয়ে যায়। তবে এখানে দস্তাদস্তির ঘটনা ঘটেনি।