মৌলভীবাজারে বিশ্ব খাদ্য দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২১, ৭:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনেই ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন’-এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুৎফুল বারীর সভাপতিত্বে প্রধান হিসেবে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোখলেছুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, কৃষি উদোক্তা মো. হুমাযুন কবির প্রমুখ।
জেলা ও উপজেলা কৃষি বিভাগ, খাদ্য বিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন।