সুমা গ্রুপের মালিক আনসার মিয়ার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সুমা গ্রুপের সুমা ফুড, সুমা ফার্নিচার, সুমা হার্ডওয়্যার ও সুমা ব্রিকস এর মালিক আনসার মিয়া মৃত্যুবরণ করেছেন। তিনি সদর উপজেলার ১১নং মোস্তাফাপুর ইউনিয়নের ঘড়ুয়ার বাসিন্দা ছিলেন।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যারাত ৭টা ৪৫ দিকে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার তিনি হৃদরোগে আক্রান্ত হন, তখন হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর বয়স।
তার মৃত্যুতে মৌলভীবাজারের বিজনেস ফোরাম শোক ও সমবেদনা জানিয়েছে। এছাড়াও মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
আনসার মিয়ার জানাজার নামাজ আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টার সময় ঘড়ুয়া কুচারমহল শ্রীরামপুর শ্রীরাইনগর ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।