মৌলভীবাজারে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২১, ৬:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পৌর এলাকার সৌদিয়া বাস টিকেট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো- চুনারুঘাট উপজেলার শানখলা বাজার এলাকার হাবিব মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলী (২৫) ও একই উপজেলার শানখলা সুতাংপাড় এলাকার সুরুজ আলীর ছেলে শাহ আলম (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন- র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান- পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আলামতসহ তাদেরকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।