মৌলভীবাজারে বসেই বিনামূল্যে অ্যাপস ডেভেলপমেন্ট শিখছেন তরুণরা
প্রকাশিত হয়েছে : ৬ অক্টোবর ২০২১, ৫:১৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে ২০০ ঘন্টার ‘ট্রেনিং ফর মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট’ (ক্রস প্লাটফর্ম) কোর্সটি চালু হয়েছে। এরফলে মৌলভীবাজার শহরে বসেই বিনামূল্যে অ্যাপস ডেভেলপমেন্ট শেখার নতুন দোয়ার খুলেছে।
জানাযায়, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সরকারি সার্টিফিকেট ও বৃত্তিসহ নানা উপহার সামগ্রী প্রদান করা হবে। সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও শুরু হয়েছে কোর্সটি। এটা এমন একটা কোর্স যেখানে একটি ল্যাংগুয়েজ(ফ্লাটার) দিয়ে তিনটা প্লাটফর্মের সফটওয়্যার বানানো যায়৷
কোর্সটিতে সুযোগ পেয়ে প্রশিক্ষণার্থী জসীম উদ্দীন বলেন, এই কোর্সটা সাধারণত কোনো আইটি এজেন্সিতে করতে গেলে সর্বনিম্ন ১৫ থেকে ২০ হাজার টাকা লাগতো। স্বাদ থাকলেও আমার সাধ্য নাই। তাই সরকারের দেয়া বিনামূল্যের এই কোর্সে সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত৷
প্রশিক্ষণার্থী কামরান আহমদ বলেন, দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল এপস ডেভেলপমেন্ট শিখবো। কিন্তু অর্থিকভাবে সচ্ছল না থাকায় পারিনি। এখন আইসিটি বিভাগের এই কোর্সে সুযোগ পেয়ে খুবই উপকৃত হয়েছি। মজার বিষয় হচ্ছে এখানে একটা প্রোগ্রামিং দিয়ে এন্ড্রয়েড, আইওএস, ওয়েব তিনটা প্লাটফর্মের এপস ডেভেলপ করা যায়।
মৌলভীবাজার মোবাইল এপ ডেভেলপমেন্ট (ক্রস প্ল্যাটফর্ম) ইন্সট্রাক্টর মিনহাজুল ইসলাম বলেন, আইসিটি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এই প্রকল্পগুলো যথাযথ ভাবে বাস্তবায়িত হলে নিঃসন্দেহে আমাদের বেকারত্ব কিছুটা হলেও কমে যাবে। নতুন নতুন উদ্যোক্তা তৈরী হবে যারা নিজেরা সুগঠিত হওয়ার পাশাপাশি বাকিদেরকেও সুগঠিত ও দক্ষ হতে সহায়তা করবে যার ফলশ্রুতিতে একদিন আমরা নিশ্চয় আমাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাকে আরো সমৃদ্ধ করে বিশ্বের দরবারে একটি উন্নত দেশ হিসেবে নিজেদের পরিচয় করিয়ে দিতে পারবো ইন শা আল্লাহ।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অনেক সুনাম রয়েছে এবং তারা অনেক দিন ধরেই বেশ গৌরবের সাথে সেখানে কাজ করে দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসছেন যা আমাদের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করছে।