খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ৫ অক্টোবর ২০২১, ৭:২৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের বড়লেখায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার দোহালিয়া গ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণের জন্য সরকারি খাস জমি চিহ্নিত করে উপজেলা প্রশাসন। স্থানীয় জনৈক ব্যক্তি ওই ভূমির কিছু অংশ দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেন।
খবর পেয়ে ইউএনও’র নির্দেশে সোমবার (০৪ অক্টোবর) বিকেলে সেখানে উচ্ছেদ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পুলিশের এসআই আতাউর রহমান, উপজেলা সার্ভেয়ার ফিরোজ আলম, ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আব্দুস সহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি গৃহনির্মাণ প্রকল্পের চিহ্নিত ভূমির একাংশ জনৈক ব্যক্তি দখল করে রেখেছিলেন। সম্প্রতি তাকে জমিটি ছাড়তে বলা হয়েছিল। এরপরও তিনি সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলেন। আজ (সোমবার) সেখানে অভিযান চালিয়ে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।