মৌলভীবাজারে নিউজবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০২১, ৮:৫০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় দিনটি উপলক্ষে শহরের শাহ মোস্তফা গার্ডেন সিটির ৩য় তলায় আইনিউজের কনফারেন্স হলে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি কথাসাহিত্যিক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, বিশেষ অতিথি মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ অন্যান্যরা।
এর আগে নিউজ বাংলার মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে’র সভাপতিত্বে এবং যমুনা টিভি ও বণিক বার্তার মৌলভীবাজার প্রতিনিধি আহমদ আফরোজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে নিউজ বাংলার প্রশংসা করে বলেন, বর্তমানে প্রচুর সংবাদ মাধ্যম আছে এবং নতুন নতুন আসছে। তবে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম খুব কম। আমাদের প্রত্যাশা নিউজ বাংলা প্রথম বছরের মত তার সংবাদের যে গভীরতা ও বিশ্বাস যোগ্যতা তা ধরে রাখবে।
এই সময় আরও বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহ অলিদুর রহমান, আজকের পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হুসাইন আহমদ, ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈম, ক্যামেরা পার্সন মো. আমির, আইনিউজের নিজস্ব প্রতিবেদক সীমান্ত দাস, সুরের ভেলার সভাপতি রনজিৎ দত্ত জনি, ছাত্রনেতা বিষ্ণু দেব প্রমুখ।
আলোচনা সভা ও কেক কাটা শেষে একটি র্যালি শহরের চৌমোহনা এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়।