ফের লোকালয় থেকে অজগর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২১, ৪:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারো লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইছবপুর গ্রামের একটি ফসলি জমি থেকে সাড়ে চার ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার ইছবপুর গ্রামের কৃষক মনু মিয়া দুপুর ১২টার দিকে তার জমিতে চাষ করছিলেন। এ সময় তার পায়ে পিচ্ছিল কিছু একটার স্পর্শ অনুভব করেন। পরে চাষ থামিয়ে খোঁজাখুঁজি করে দেখেন-একটি অজগর সাপ জমিতে নড়াচড়া করছে। এতে প্রথমে তিনি ভড়কে যান। পরে ধাতস্থ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহজাহান মিয়াকে বিষয়টি জানান।
শাহজাহান মিয়া বিষয়টি সঙ্গে সঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে তার হেফাজতে নিয়ে আসেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামের একটি ফসলি জমি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বর্তমানে অজগরটি আমার হেফাজতে আছে। অজগরটি প্রাপ্তবয়স্ক নয়। এটি সামান্য আঘাত পেয়েছে। তবে সুস্থ আছে। বন বিভাগের সহায়তায় বিকেলে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত (২৬ সেপ্টেম্বর) তিনি লোকালয় থেকে মোট ২৫টি অজগর সাপ উদ্ধার করেছেন। অবাধে পাহাড়-টিলা কেটে বন-জঙ্গল ধ্বংস করার কারেণে বন্যপ্রাণীরা আবাস ও খাদ্য সংকটে পড়েছে। শুধু অজগর সাপই নয়- সব বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে পড়ছে। যার কারণে খাদ্য সংকট দেখা দিচ্ছে। কাজেই খাদ্যের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসছে এসব বন্যপ্রাণী।
সজল বলেন, অনেক প্রাণী বিভিন্নভাবে ধরা পড়ছে। আবার মারাও যাচ্ছে। এভাবে চলতে থাকলে চরম পরিবেশ বিপর্যয় দেখা দেবে। এ থেকে মুক্তি পেতে এখনই সবাইকে উদ্যোগী হতে হবে বলে জানান তিনি।