এগারো দিনের মধ্যে মৃত্যু শূন্য
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ৪:০৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
গত এগারো দিনে মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। সংক্রমণের হার নেমে এসেছে ৯.৮ শতাংশে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) নতুন করে মৌলভীবাজার জেলায় আরো ১৯ জনের করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। মৌলভীবাজার সিভিল সার্জনের কোভিড-১৯ দৈনিক প্রতিবেদন এতথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন করে আক্রান্তদের মধ্যে রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলায় ২ জন করে এবং বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার ১ জন করে রয়েছেন। বাকি ৯ জন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে সনাক্ত হয়েছেন। একইদিন সুস্থ হয়েছেন ৩২ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। এনিয়ে মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪০ জন। মৃত্যু বরণ করেছেন ৭২ জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, শুক্রবার ১৯৪ জনের নমুনা সংগ্রহের বিপরীতে করোনা পজেটিভ এসেছে ১৯ জনের। বাকি। এছাড়া গত ১০ দিনের মধ্যে মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ করেন নি। সর্বশেষ ৩০ আগস্ট ২৫০ শয্যা হাসপাতালে একজন মৃত্যু বরণ করেছিলেন।