শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেম সাগর হাজরা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
প্রেম সাগর হাজরা নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী দল আমাকেই মনোনয়ন দেবে। সেজন্য পদত্যাগ করলাম।
গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মৃত্যুবরণ করেন। পরে ৬ জুন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরার পদত্যাগপত্র গ্রহণ করে যথাযথভাবে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।