হাজীপুরে প্রবাসী পরিষদের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০২১, ৩:২০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলার হাজীপুরে প্রবাসী পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টায় পীরেরবাজার মা মনি কমিউনিটি সেন্টারে হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।
হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সিনিয়র উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী আহমদুর রহমান নোমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, প্রবাসী পরিষদের বাংলাদেশ সমন্বয়কারী জদিদ হায়দর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আয়ুব আলী, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, মাওলানা আসরাফ আলী, প্রবাসী পরিষদের উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আবুল কালাম, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান, সাংবাদিক জয়নাল আবেদীন।
সাবেক ইউপি সদস্য আব্দুল মুনিম, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, মাওলানা আলতাবুর রহমান, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, মো. মঈনু মিয়া, ইউপি সদস্য রাজা মিয়া, ইউপি সদস্য সাদাত হোসেন, সাংবাদিক আলাউদ্দিন কবির, মাওলানা শামসুদ্দিন আহমদ, মাওলানা এমরান আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, হাজী সাইফুদ্দিন, মনোহর আলী, ফজলুল হক, শিক্ষক আব্দুল আজিজ, আব্দুল ওয়াহিদ লিটন, মিছবাহ উজ্জামান, কাওছার আলী, মশিউর রহমান সোহাগ, জহিরুল ইসলাম, আজিজুর রহমান, আব্দুল কাশেম খান খোকন, তারেকুর রহমান, তারেক আহমদ।