মৌলভীবাজারে আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছেন আজিজুর রহমান -পরিবেশমন্ত্রী শাহাবুদ্দীন এমপি
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা পদকপ্রাপ্ত ও গণপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, অস্বচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও আজিজুর রহমানের উপর প্রকাশিত সংকলন ‘জীবন পাঠ’ গ্রন্থের মোড়ক উন্মোচন।
আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী হিসাবে আজিজুর রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। মরহুম আজিজুর রহমানের শিক্ষা নিজের জীবনে কাজে লাগিয়ে এতদূর এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে তার মতো নিরহংকার ও সৎ জীবন গড়তে হবে। জীবনের যেকোনো সংকটে অবিচলিত থেকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।
এদিকে গতকাল বুধবার জেলা পরিষদের উদ্যোগে আজিজুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত বছরের ১৮ আগস্ট আজিজুর রহমান মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য ২০২০ সালে স্বাধীনতা পদক পেয়েছেন। গনপরিষদ সদস্য আজিজুর রহমান বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মৌলভীবাজার-৩ আসন থেকে একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুঅবধি মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসাবে ২ বার দায়িত্ব পালন করেছেন।