মৌলভীবাজারে লাইভে এসে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২১, ২:৩৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ফেইসবুক লাইভে এসে সুমন ওরফে যাদু শিল্পী সুমন (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল আগস্ট সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি লাইভে আসেন পরে আত্মহত্যা করেন। লাইভে ‘মানুষ তাকে ছোট করে দেখে’ এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে জানান। তার বাড়ি কামালপুর ইউনিয়নের গয়ঘর গ্রামে। তার বাবার নাম শহিদ বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে সুমন তার ফেইসবুক আইডি (Jadu shilpi sumon) আইডি থেকে ফেইসবুক লাইভে আসেন। প্রথমে তার ভুলত্রুটির জন্য তিনি মানুষের কাছে ক্ষমা চান। শেষের দিকে ‘মানুষ তাকে ছোট করে দেখে বলে’ জানান। পরে তিনি গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত ১০টার দিকে ঘরের ভেতর শব্দ শুনে পরিবারের সদস্যরা সুমনের ঝুলন্ত লাশ দেখতে পান। তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, পেশায় সিএনজি চালক সুমন মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের আকিদ আলীর বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তিনি মানুষকে যাদু দেখাতেন ও টিকটক ভিডিও বানাতেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, জায়গাজমি নিয়ে পারিবারিকভাবে ঝামেলা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।