৫ দফা দাবিতে মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২১, ২:৫৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে বামগণতান্ত্রিক জোট।
আজ ১৭ আগষ্ট মঙ্গলবার শহরের চৌমোহনায় সমাজতান্ত্রিক দল-বাসদের জেলার সিনিয়র সদস্য অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ফ্রন্ট, যুব ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
৫ দফা দাবি
১. ডিসেম্বর ২০২১ এর মধ্যে সকল প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান নিশ্চিত কর। ২. জেলা- উপজেলায় হাসপাতালে বেড সংখ্যা, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ জনবল বাড়াও ; ফিল্ড হাসপাতাল নির্মাণ কর। ৩. করোনাকালে সকল শ্রমজীবী মানুষের খাদ্য, নগদ অর্থ সহায়তা, রেশন ও সুদ মুক্ত ঋণ প্রদান কর। ৪. সকল শিক্ষক শিক্ষার্থীকে টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও। ৫. করোনা মোকাবেলায় ব্যর্থ অবৈধ সরকার পদত্যাগ কর।