কমলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ৬:০৩ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে চা বাগান এলাকায় এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছেন।
গতকাল (২৭ জুন) রবিবার দুপুরে মাধবপুর চা বাগানে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর চা বাগানের আব্দুল মিয়ার স্ত্রী সুমনা আক্তার (২২) স্বামীর সাথে কলহের জের ধরে ঘর থেকে বের হয়ে বিষপান করেন। পরে তাকে মাধবপুর বাজার থেকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।