শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের প্রায় ৯০ লক্ষ টাকা উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গত রবিবার (২০ জুন) বিকালে রাজঘাট ইউনিয়ন চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের চেয়ারম্যান বিজয় বুনাজি’র পক্ষে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়নের সচিব সচিব বিশ্বজিৎ অলমিক।
আইডিয়া সংস্থার সহযোগিতায় সিমাভী ও ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কারর্স ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে এই বাজেট সভা আয়োজনে সহযোগিতা করা হয়।
ইউনিয়নের শতাধিক চা শ্রমিক ও স্থানীয় নেত্রীবৃন্দের উপস্থিতিতে এবারের মোট বাজেট ধরা হয়েছে ৮৯ লক্ষ ৯৩ হাজার ২শ ২৫ টাকা যা গতবারের চেয়ে ১ লক্ষ টাকা বেশী।