শ্রীমঙ্গলে নারী দেহের হাত ও পায়ের দ্বিখন্ডিত অংশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::
শ্রীমঙ্গল মির্জাপুরের পৃথক স্থান থেকে নারী দেহের হাত ও পায়ের দ্বিখন্ডিত টুকরো উদ্ধার করেছে পুলিশ।
আজ ২১ জুন সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাঁচাউন গ্রামে এক কৃষকের মুখিক্ষেতে একটি পা পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে খন্ডিত্ব অংশটি উদ্ধার করে এবং জায়গাটি ঘিরে রেখেছে। এছাড়াও শরীরের অন্যঅংশ খুঁজতে তল্লাশী অব্যাহত রেখেছে।
শ্রীমঙ্গল মির্জাপুর ফাঁড়ি ইনচার্জ এসআই কাশি চন্দ্র শর্মা জানান, পা টি পঁচে দুর্গন্ধ বের হচ্ছে। পায়ের কোমর থেকে হাটু পর্যন্ত এক টুকরো এবং হাটু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। এরপাশে একটি প্লাস্টিকের ছোট বস্তা রয়েছে।
পুলিশ ধারণা করছে প্লাস্টিকের ওই বস্তাতে পায়ের এ টুকরোগুলো ছিলো। শিয়াল বা কুকুর এটি টেনে বের করেছে। ক্ষেতের মধ্যে ওই বস্তা টেনে নেয়ার দাগ রয়েছে।
পরে ওই নারীর কাটা দেহের বাকী অংশ খোঁজতে গিয়ে প্রায় আধ কিলোমিটার দূরে একই গ্রামের দূর্গেশ দত্তের বাঁশঝাড়ে একটি হাত ও গৌরা দত্তের বাঁশঝাড়ে আরো একটি হাত পাওয়া যায়।
তিনি জানান, চারদিক ঘুরে দেখছেন এর অন্য অংশ কোথাও পাওয়া যায় কিনা। এদিকে পা ও হাত দেখে অনেকে ধারণা করছেন এটি কোন নারীর হাত পা হতে পারে।
এদিকে দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলর সিনিয়র এএসপি শহীদুল হক, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ও পিবিআই এর একটি টিম।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে পিবিআই তদন্তে নেমেছে, এছাড়াও দেশের সব থানায় মেসেজ পাঠানো হয়েছে পবিচয়হীন কোনো লাশ পাওয়া গেলে বিষয়টি শ্রীমঙ্গল থানাকে অবহিত করার জন্য।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মৌলভীবাজারের পুলিশ সুপার মো আবু ইউসূফ বলেন, পিবিআই বিষয়টি নিয়ে ছায়াতদন্ত করছে। শরীরের সব অংশ না পাওয়ায় এবং পঁচে যাওয়ায় ভিকটিমের বয়স নির্ধারণ করা যাচ্ছে না। এমনকি ফিঙ্গার নেওয়াও সম্ভব হচ্ছে না। ডিএনএ টেস্ট করলে তার বয়স জানা যাবে।