মৌলভীবাজার পৌর বিএনপির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২১, ৭:০৪ অপরাহ্ণ
মৌলভীবাজার পৌর বিএনপির (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। ওলিউর রহমানকে সভাপতি ও ফরহাদ রশিদকে সাধারণ সম্পাদক করে ৯ জনের নাম ঘোষণা করে এই কমিটি প্রদান করা হয়।
আজ ১৬ জুন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এই কমিটির অনুমোদন প্রদান করে আগামী ১৫ দিনের ভেতর বর্তমান কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সালাম আহমেদ জিতু, সাংগঠনিক সম্পাদক (১) আনিছুজ্জামান বায়েস, সাংগঠনিক সম্পাদক (২) আশরাফুল হক চৌধুরী মোশতাক, প্রচার সম্পাদক মো. রেজাউল করিম রেজা।