শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের ওয়েবিনার
প্রকাশিত হয়েছে : ৬ জুন ২০২১, ৬:০৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
‘বাস্তুতন্ত্ররে পুনরুদ্ধার করা’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ^ পরিবেশ দিবস’ ২০২১ উপলক্ষে শ্রীমঙ্গলে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের আয়োজনে এবং এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম ও লাউয়াছড়া বন ও জীব বৈচিত্র রক্ষা আন্দোলন, শ্রীমঙ্গলের সহযোগিতায় ওয়েবিনার অনুষ্ঠিত হয় ।
সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। সনাক সদস্য ছিলেন শাহ আরিফ আলি নাসিম এর সঞ্চালনায় ও সহ সভাপতি জলি পাল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রতিবেশ ও প্রাণবৈচিত্র সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ।
ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো- চেয়ারপার্সন ও সনাক সদস্য জিডিশন প্রধান সুূছিয়াং, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), মৌলভীবাজার এর জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, দ্বারিকা পাল মহিলা কলেজ, শ্রীমঙ্গল এর সহকারী অধ্যাপক, রজতশুভ্র চক্রবর্তী, এমসিডা শ্রীমঙ্গল এর নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন এবং টিআইবি সিলেট ক্লাস্টার কোর্ডিনেটর নাজমা খানম নাজু।