বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন
প্রকাশিত হয়েছে : ১ জুন ২০২১, ৬:০৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন।
সোমবার (৩১ মে) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তুমুল উত্তেজনাপূর্ন ফাইনাল খেলাটি খেলাটি ১-১ গোলে অমিমাংসিত হয়। ট্রাইব্রেকার ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন ৬-৫ গোলে ১নং মির্জাপুর ইউনিয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশগুপ্ত, সাবেক জাতীয় ফুটবলার ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রশিক্ষক ইকরামুর রহমান রানা প্রমুখ।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামোন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয় শ্রীমঙ্গল ইউনিয়নের নাজমুল হাসান, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় শ্রীমঙ্গল ইউনিয়নের ইসহাক, ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় মির্জাপুর ইউনিয়নের জাবলু।