মৌলভীবাজারে সাঁতার ও ভলিবল প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২১, ৫:৩১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপি সাঁতার ও ভলিবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ ৩০ মে রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মাসব্যাপি সাঁতার ও ভলিবল প্রশিক্ষণে আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের অনুর্ধ্ব-১৬ বছর বয়সের ৬০ জন ছাত্র প্রশিক্ষণ কোর্স গ্রহণ করছে। মাসব্যাপি সাঁতার ও ভলিবল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষক মো. শফিকুল ইসলাম। আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলুদ আহমদের সভাপতিত্বে মাসব্যাপি সাঁতার ও ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সামাদ মিয়া।
সাঁতার ও ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ, কমল অধিকারী ও স্কুলের অন্যান্য শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।