সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবি
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২১, ৫:৪৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার ::
স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিক হেনস্থার শিকার সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মৌলভীবাজারের সাংবাদিকরা।
মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আজ ১৯ মে বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ের সম্মুখে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ দাবি জানান।
প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় সংহতি প্রকাশ করে মৌলভীবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ( ইমজা)।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, ইমজা’র সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান, সাংবাদিক সরওয়ার আহমদ, বকসী ইকবাল আহমদ, আকমল হোসেন নিপু, আব্দুল হামিদ মাহবুব, এস এম উমেদ আলী, সালেহ এলাহী কুটি প্রমুখ।
এ সময় বক্তারা আরও বলেন, প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম এর বিরুদ্ধে দায়েরকৃত মাললা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন ব্রিটিশ আমলের ৯৮ বছর পুরানো অফিসিয়াল সিক্রেট আইন ও এ সময়ের ডিজিটাল নিরাপত্তার নামে করা কালো আইন বাতিল করে স্বাধীনভাবে সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে।