বার্মিংহামের সিরাজাম মুনিরার আর্থিক সহায়তায় সিরিয়ান মুসলিমদের মধ্যে খাদ্য পানীয় বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২১, ৪:০৩ অপরাহ্ণ
সিরিয়ান মুসলিমদের জন্য খাদ্যদ্রব্য, পানি ও গরম পোষাক কেনার জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্যস্থ বার্মিংহাম জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টার। সম্প্রতি সিরিয়ার দামেস্ক শহরে সিরাজাম মুনিরার পক্ষ থেকে এই সহায়তা পাঠান প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শায়খ সাইয়িদ ফাদি জুবা ইবনে আলী।
জানা যায়, সিরিয়ার দামেস্ক শহরে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ায় অসহায় মুসলিমরা বিপর্যস্থ সময় পাড় করছেন। তাদের এই দুঃসময়ে বার্মিংহাম থেকে নগদ অর্থ দামেস্কে পাঠানো হয়। এই টাকা দিয়ে খাদ্য সামগ্রী, পানি ও গরম কাপড় কিনে বন্টন করা হয়। এর আগে বিধ্বস্থ ইয়ামেনী মুসলমানদেরও একইভাবে মানবিক সহায়তা করা হয়।
সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার, বার্মিংহামের প্রিন্সিপাল শায়খ সাইয়িদ ফাদি জুবার তত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে মানবিক বিপর্যয়ের শিকার মুসলিমদের সহায়তা করার জন্য সাধ্যমত এই সেন্টার চেষ্টা করে যাবে বলে জানা গেছে।