সৈয়দ আবু শাহজাহানসহ মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষ্যে মৌলভীবাজারে বোখারী শরীফের খতম
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২১, ২:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে আলেম উলামা ও সমাজসেবক কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈসালে সাওয়াব উপলক্ষ্যে পবিত্র কুরআন শরীফ ও বোখারি শরীফের খতম এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে অতিথিদের দুপুরের খাবার খাওয়ানো হয়।
গতকাল (১৫ মার্চ) সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এই খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করে ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্ট, মৌলভীবাজার।
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম সৈয়দ আবু শাহজাহান, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আকমল আলী, মাওলানা আমিনুল বাহার জামালী, হাফিয আনোয়ার হোসেন (লাল মিয়া), মাওলানা নাসির উদ্দিন, মো. এমাদ উদ্দিন, মাওলানা আলাউর রহমান টিপুর মাতা ও হাফিয রুহুল আমিনের পিতার ঈসালে সাওয়াব উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মো. শফিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম, উপাধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, মাওলানা এম এ আলীম, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. এখলাছুর রহমান, সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, বড়হাট আবু শাহ (রহ.) দাখিল মাদরাসার সুপার মাওলানা সৈয়দ ইউনুছ আলী, কাউন্সিলর ছালেহ আহমদ পাপ্পু, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের শিক্ষক হাফিয দেলওয়ার হাসান সুমন প্রমুখ।