কুলাউড়ায় চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ৯:০৫ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া রেলষ্ট্রেশনে চাঁদা আদায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের সাথে আওয়ামীলীগ নেতাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে নাসির উদ্দিন নামে এক আওয়ামীলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে শহরে তমতমে পরিস্থিতি বিরাজ করছে। ২৫ ফেব্রæয়ারী দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দীর্ঘ দিন যাবত আওয়ামীলীগের নেতাকর্মীরা ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা তুলে আসছেন। সংঘর্ষের দিন আওয়ামীলীগের নেতাকর্মীরা চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫/২০ জন গুরুত্বর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মামলায় আসামীরা হলেন (১) কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল (২) সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই (৩) ছাত্রদলের কুলাউড়া উপজেলা শাখার সদস্য কাওছার আহমেদ রুবেল, (৪) সিনিয়র সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, (৫) সহ সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, (৬) সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, (৭) কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, (৮) প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, (৯) ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান আফজল, (১০) মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, (১১) ওয়ার্ড সম্পাদক, নজরুল ইসলাম, (১২) আব্দুল মতলিব, (১৩) এজাজ মাহমুদ চৌধুরী ফুল, (১৪) রিংকু বর্ধন ও (১৫) শেখ সুমন।
এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় বলেন, মামলা এফায়ার করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।