রাজনগরে ভোক্তার অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরে অভিযান পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে ও রাজনগর থানা পুলিশের আজ ১৫ ফেব্রুয়ারি সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য মজুদ, একই ফ্রিজে বাচ্চাদের খাদ্য ও কাঁচা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, ট্রের্ড লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বানারাই বাজারে অবস্থিত হাসান ভেরাইটিজ স্টোরক ২ হাজার ৫ শত টাকা, মাদ্রাসা বাজারে অবস্থিত তাহসিনা অ্যান্ড তাসমিনা ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, রাজনগর রোডে অবস্থিত জ্যোতি স্টোরকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।