ছাত্র ইউনিয়নের ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:০৭ অপরাহ্ণ
আজ ১৪ ফেব্রুয়ারি ’স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে ‘সময় এখন স্বৈরাচার রুখে দাঁড়ানোর’ -এই স্লোগান কে সামনে রেখে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি পিনাক দেবের সভাপতিত্বে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সহ সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন দাশ, সহসাধারণ সম্পাদক শামীম আহমেদ, ছাত্রফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ।
বক্তার শিক্ষার সাম্প্রদায়িকরণ ,বাণিজ্যকরণ, সংকোচন নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।