কমলগঞ্জে গাছ চাপায় নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৫:১২ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে গাছ চাপায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকছড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী ৬ সন্তানের জননী লালমতি ভানু (৫০) কালাছড়া বনবিটে শুকনা কাঠ আনতে গিয়েছিল। সেখানে বনায়নের গাছ কাটছেন শ্রমিকরা। এসময় কাঠা একটি গাছ ওই মহিলার উপড়ে পড়ে। পরে গাছকাটা শ্রমিক আব্দুল জব্বারসহ তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আউয়াল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
মহালদার ফজলুর রহমান জানান, এটি সামাজিক বনায়নের গাছ, বনবিভাগ থেকে তিনি অকশন নিয়ে শ্রমিক দিয়ে গাছগুলো কাটাচ্ছেন। তিনি শ্রমিকদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছেন।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, বিষয়টি বুঝার জন্য পুলিশকে হাসপাতালে পাঠানো হচ্ছে। কোন অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।