কুলাউড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২১, ৫:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা করেছেন শিশুটির মা।
(৩০ জানুয়ারী) শনিবার বিকেলে টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন রাতে ধর্ষক জমির আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটির মা তাঁদের আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে ছিলেন। এ সময় পাশের বাড়ির শরীয়ত উল্লার পুত্র জমির শিশুটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে পাশের ঘরের লোকজন এগিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে এর আগেই পালিয়ে যান ধর্ষক জমির।
পরে ধর্ষণের শিকার শিশুটির মা ধর্ষক জমির আলীকে আসামী করে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই ধর্ষককে গ্রেফতার করতে পুলিশ প্রযুক্তির মাধ্যমে বাগৃহাল গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক জমিরকে রাতেই গ্রেফতার করেন। বর্তমানে শিশুটি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর মায়ের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবক জমির আলীকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে জমির উদ্দিন ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তাকে রবিবার ৩১ জানুয়ারী মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।