কুলাউড়ায় যুবলীগ সম্পাদকের উপর হামলার ঘটনায় দুই জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ১২:৫৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়ায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের উপর হামলার ঘটনায় প্রধান আসামী কামরুল হাসান বখস ও আরেক আসামী আব্দুল মনাফকে আটক করেছে পুলিশ।
১৯ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৫টায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
কুলাউড়া পৌর নির্বাচনের পরদিন ১৭ জানুয়ারি রোববার সকালে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন মইনুল ইসলাম সবুজ। উপজেলা যুবলীগের সদ্য বহিষ্কৃত ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বখস-এর নেতৃত্বে কয়েকজন এই হামলার সাথে জড়িত উল্লেখ করে ওইদিন রাতে কুলাউড়া থানায় মামলা করেন সবুজের বড় ভাই আমিনুল ইসলাম তৈমুছ।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জানুয়ারি রাতে কেন্দ্রের নির্দেশে কুলাউড়া উপজেলা যুবলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বখস-কে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে মৌলভীবাজার জেলা যুবলীগ। কুলাউড়া যুবলীগের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৮ জানুয়ারি সোমবার যুবলীগ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ জনগনের ব্যানারে দফায় দফায় বিক্ষোভ মিছিল করা হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, প্রধান আসামী কামরুল হাসানকে মৌলভীবাজার থেকে এবং আরেক আসামী মনাফ কে কুলাউড়া শহর থেকে রবিবার গ্রেফতার করা হয়। বাকি আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।