গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের রজজয়ন্তী পালন
প্রকাশিত হয়েছে : ২ জানুয়ারি ২০২১, ৭:০৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ (২ জানুয়ারি) প্রথম প্রহরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সিলেট মহানগর আদালতের এপিপি অ্যাডভোকেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খালিছুর রহমান, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, আব্দুল কাইয়ূম চৌধূরী আংগুর, অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি শাহ গোলজার আহমেদ, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজান চৌধূরী, রিয়াজুল ইসলাম জাবেদ, সুয়েব মিয়া, শিক্ষক সাইফউদ্দিন মিলন, ফয়েজ উদ্দিন সামছু, তোফায়েল আহমেদ তারেক, রায়হান চৌধূরী, আশরাফ মিয়া, রিপন আহমেদ, হাফিজ জুবায়ের আহমেদ, আবু নাসের রাব্বি, শাহ মাহবুব প্রমূখ। পরে অতিথিরা রজত জয়ন্তীর কেক কাটেন ।