মৌলভীবাজারে লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসায় খতমে বোখারী শরীফ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ
মৌলভীবাজার লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসায় কোরআন শরীফ ও বোখারি শরীফের খতম অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় এই খতম অনুষ্ঠিত হয়। বাদজোহর খতমে খাজেগান ও মিলাদ শরীফ শেষে মোনাজাত করেন উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস, আরব আমিরাতের সাবেক বিচারপতি আল্লামা হবিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
আলেমদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, একদল মানুষ নিজেদের মসলক ও দলকে প্রতিষ্ঠিত করতে অযথা ফিতনা তৈরি করছেন। আকাবিরদের আমল ও আকিদাকে ভুল বলছেন। এরা মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তি তৈরি করছেন। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আলিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, মাওলানা ইসহাক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, মৌলভীবাজার লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসা ঢাকা-সিলেট মহাসড়কের শহরের বড়কাপন এলাকায় অবস্থিত। ২০০৬ সালে এর যাত্রা শুরু হয়। এ পর্যন্ত কয়েশ ছাত্র এখান থেকে হিফয সম্পন্ন করেছেন।